
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ভোলা–১ (সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, অবাধ যাতায়াত বন্ধ হলে করোনাভাইরাসের সংক্রমণ এত ছড়াত না। আজ সোমবার বেলা একটায় ভার্চ্যুয়াল কনফারেন্সে ভোলায় করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনের সময় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশগুলো যদি পালন করতাম, যদি অবাধ স্থানান্তর, যাতায়াত বন্ধ হতো, তাহলে এভাবে করোনা ছড়াত না।’
