করোনা ভাইরাস টিকার সফল প্রয়োগ,প্রথম টিকা নিলেন নার্স রুনু ভেরোনিকা কোস্তা।

Spread the love
করোনা ভাইরাস টিকার শুভ উদ্বোধন।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কোস্তা বাংলাদেশের করোনা ভাইরাসের প্রথম টিকা নিয়েছেন। আজ বুধবার বিকেল ৩ঃ ৩০ মিনিটে অনলাইন ভার্চুয়ালে যুক্ত হয়ে টিকা প্রয়োগ কার্যক্রম শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তার পর পরই সিয়াম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার টিকার প্রথম ডোজ নেন রুনু ভেরোনিকা কোস্তা। টিকা নেওয়ার এই দৃশ্য প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুনু কোস্তাকে সাহস ও উৎসাহ যোগান। টিকা নেওয়ার আগ মুহূর্তে রুনু কোস্তাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ভয় পাচ্ছ নাতো,

জবাবে রুনু কোস্তা বলেন, না।

পাশাপাশি করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে, যে সমস্ত ডাক্তার,নার্স,স্বাস্থ্য কর্মীরা সেবা দিয়েছেন তাদের সকলকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান।

রুনুর পরই টিকা নেন চিকিৎসকদের প্রতিনিধি মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফুল মোবেন। তারপর একে একে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক (ডা.) নাসিমা সুলতানা, পুলিশ সদস্যদের প্রতিনিধি হিসেবে মতিঝিল ট্রাফিক বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম, সেনাসদস্যদের প্রতিনিধি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

কুর্মিটোলা হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, করোনাভাইরাসের কারণে সব কিছু স্থবির হয়েছিল। আমাদের অর্থনীতিও স্থবির হয়েছিল। সেই অবস্থা থেকে আমরা এগিয়ে গেছি। এক সময় করোনাভাইরাসের টিকা আবিষ্কারের কাজ চলছিল। আমরা তখন খোঁজ নিচ্ছিলাম কোথা থেকে দ্রুত করোনার টিকা সংগ্রহ করা যায়। তখন আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সন্ধান পাই। আমরা বেক্সিমকোকে দ্রুত চুক্তি করতে বলি। টিকার জন্য আমরা এক হাজার কোটি টাকা আলাদা বরাদ্দ রেখেছিলাম। বলেছিলাম, যত টাকা লাগবে দেব। আমাদের দেশের মানুষের সুরক্ষাটাই আমাদের লক্ষ্য।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বলেন, টিকা আনার জন্য আমরা যে ত্রিপক্ষীয় চুক্তি করেছিলাম, আজকে থেকে যাত্রা শুরু করেছি।

Leave a Comment

Your email address will not be published.