বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম ( সি ভি এফ) এর বিষয় ভিত্তিক দূত হিসেবে মনোনীত হলেন, বঙ্গবন্ধুর নাতনি, সায়মা ওয়াজেদ পুতুল। আজ বুধবার ২২শে জুলাই ২০২০, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সি ভি এফে চারজন দূত মনোনীত হয়েছেন তারমধ্যে সায়মা ওয়াজেদ পুতুল সহ আরো তিনজন হলেন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা, ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু। সায়মা ওয়াজেদ পুতুল একজন মনোবিজ্ঞানী ও তিনি বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন । সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের এক উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের পক্ষ থেকে তাঁর প্রতি রইল আন্তরিক ভালবাসা ও অভিনন্দন। জয় বাংল, জয় বঙ্গবন্ধু।

