স্মৃতির পাতায় ধানমন্ডি লেক ১৯৭৫ সালের ১৪ই আগষ্ট ।

Spread the love

বঙ্গবন্ধুর সাথে ক্যাপ্টেন এম মুনসুর আলী।
(১৯৭৫ সালের ১৪ ই আগষ্ট )

১৯৭৫ সালের ১৪ ই আগষ্ঠ স্বাধীন বাংলার মুক্ত বাতাসে, বিশ্বস্ত সহচর ক্যাপ্টেন এম মুনসুর আলীর সাথে সাদামাটাভাবে ধানমন্ডি লেকের পাশে বসে আছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি স্বাধীনতার স্থপতি তৎকালীন মহামান্য রাস্ট্রপতি বাঙ্গালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কতটা সহজ সরল আবেগী মনের মানুষ হলে একজন রাস্ট্রপতি এভাবে বসে থাকতে পারে সেটা আমার জানা নেই, বঙ্গবন্ধু প্রায়ই বলতেন আমি এদেশের মানুষ গুলোকে ব্ড়্ড় ভাল বাসি আমরা এই মহান নেতার ভালবাসার মূল্য দিতে পারিনি ভবিষ্যতে ও পারবো কিনা জানিনা ,বঙ্গবন্ধুর ভাষনে শুনেছি তিনি তাঁর ভাষনের প্রত্যেকটা কথার সাথেই বলতেন, আমার দেশ,আমার দেশের মানুষ, আমার জনগন, আমার কৃষক, আমার জেলে, আমার ছেলেরা এ থেকে সুস্পষ্ট ভাবে বুজা যায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিজের ছাড়া অন্য কিছু ভাবতেই পারতেন না। একজন রাস্ট্রপতি কঠোর নিরাপত্তার প্রয়োজন থাকে, বঙ্গবন্ধু তাহার কোন প্রয়োজন মনে করেন নি বঙ্গবন্ধু সব সময় মনে করতেন আমার দেশ ও দেশের জনগণই আমার নিরাপত্তা রক্ষী তাঁর এই বিশ্বাসের মর্যাদা আমরা বাঙ্গালিরাা রাখতে পারলাম না। ১৯৭৫ সালের ১৫ই কিছু ক্ষমতালোভী বিপদগামী এই বাঙ্গালির হাতেই স্বপরিবারে জীবন দিতে হল বিশ্ব বরেন্য নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে। আমরা কি হারালাম আজো কি বুজতে পেরেছি? এই শোকের মাসে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকলকে। বঙ্গবন্ধুর একটি বানী দিয়ে শেষ করতে চাই 👉মানুষ হয়ে জন্ম গ্রহন করেছি তাই মানুষের মত মানুষ হইতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Leave a Comment

Your email address will not be published.