
১৯৭১ সালের ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা নিপীড়নে বাঙালির হৃদয়ে দানা বাধতে থাকে স্বাধীনতার স্বপ্ন। আর তাই মার্চ থেকেই ফুঁসে ওঠে মুক্তিকামী বাঙালি।
৩ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকায় পার্লামেন্টারি পার্টিগুলোর নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠক আহ্বান করেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। বিকেলে ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় এক বিশাল ছাত্র জনসভা। এ সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ বঙ্গবন্ধুর সামনে পাঠ করেন বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার।
আর এ ইশতেহারে বলা হয়- ‘৫৪ হাজার ৫০৬ বর্গ মাইল বিস্তৃত ভৌগোলিক এলাকার সাত কোটি মানুষের জন্য আবাসভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বাংলাদেশ।
এই দেশ গঠন করে নিম্নলিখিত তিনটি লক্ষ্য অর্জন করতে হবে:
১. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ বাঙালি জাতি সৃষ্টি ও বাঙালির ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি বিকাশের ব্যবস্থা করতে হবে।
২. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে অঞ্চলে অঞ্চলে, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য নিরসনকল্পে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজনীতি কায়েম করতে হবে।
৩. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে ব্যক্তি, বাক ও সংবাদপত্রের স্বাধীনতাসহ নির্ভেজাল গণতন্ত্র কায়েম করতে হবে।
এছাড়া বাংলার স্বাধীনতা আন্দোলন পরিচালনার জন্য গ্রহণ করতে হবে নিম্নলিখিত কর্মপন্থা:
১. বাংলাদেশের প্রতিটি গ্রাম, মহল্লা, থানা, মহকুমা, শহর, জেলায় স্বাধীনতা সংগ্রাম কমিটি’ গঠন করতে হবে। ২. সকল শ্রেণীর জনসাধারণের সহযোগিতা কামনা ও তাদের ঐক্যবদ্ধ করতে হবে। ৩. শ্রমিক এলাকায় শ্রমিক ও গ্রামাঞ্চলে কৃষকদের সুসংগঠিত করে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়মুক্তিবাহিনী` গঠন করতে হবে।
৪. হিন্দু-মুসলমান ও বাঙালি-অবাঙালি সাম্প্রদায়িক মনোভাব পরিহার এবং সম্প্রীতি বজায় রাখতে হবে।
৫. স্বাধীনতা সংগ্রামকে সুশৃঙ্খলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং লুটতরাজসহ সকল প্রকার সমাজবিরোধী ও হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হবে।
ঘোষিত স্বাধীনতা আন্দোলনের ধারা :
১. বর্তমান সরকারকে বিদেশি উপনিবেশবাদী শোষক সরকার গণ্য করে এর ঘোষিত সকল আইনকে বেআইনী বিবেচনা করতে হবে।
২. তথাকথিত পাকিস্তানের স্বার্থের তল্পিবাহী পশ্চিমা অবাঙালি মিলিটারিকে বিদেশি ও হামলাকারী শত্রু সৈন্য হিসেবে গণ্য এবং এ হামলাকারী শত্রুসৈন্যকে খতম করতে হবে।
৩. বর্তমান বিদেশি উপনিবেশবাদী শোষক সরকারকে সকল প্রকার ট্যাক্স-খাজনা দেওয়া বন্ধ করতে হবে।
৪. স্বাধীনতা আন্দোলনকারীদের ওপর আক্রমণরত যে কোনো শক্তিকে প্রতিরোধ, প্রতিহত, পাল্টা আক্রমণ ও খতম করার জন্য সকল প্রকার সশস্ত্র প্রস্তুতি নিতে হবে।
৫. বৈজ্ঞানিক ও গণমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে সকল প্রকার সংগঠন গড়ে তুলতে হবে।
৬. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটিকে জাতীয় সংগীত হিসেবে ব্যবহার হবে।
৭. শোষক রাষ্ট্র পশ্চিম পাকিস্তানি দ্রব্য বর্জন এবং সর্বাত্মক অসহযোগ আন্দোলন গড়ে তুলতে হবে।
৮. উপনিবেশবাদী পাকিস্তানি পতাকা পুড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে।
৯. স্বাধীনতা সংগ্রামরত বীর সেনানিদের সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা প্রদান করে বাংলার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন।
একই সঙ্গে ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন আন্দোলনের এ পর্যায়ে নিম্নলিখিত জয়ধ্বনি ব্যবহৃত হবে বলে উল্লেখ করা হয় ওই সভায়- ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দীর্ঘজীবী হউক’; ‘স্বাধীন কর স্বাধীন কর, বাংলাদেশ স্বাধীন কর’; ‘স্বাধীন বাংলার মহান নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব’; ‘গ্রামে গ্রামে দুর্গ গড়, মুক্তিবাহিনী গঠন কর’; ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর‘ ; ‘মুক্তি যদি পেতে চাও, বাঙালিরা এক হও’।
ইশতেহারটি ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচণ্ড করতালির মধ্যে প্রস্তাব গৃহীত হলে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্টন ও পার্শ্ববর্তী এলাকা। প্রস্তাবটি লিখেছিলেন ছাত্রলীগের তৎকালীন দফতর সম্পাদক এম এ রশীদ। ৩ মার্চের ওই জনসভাতেই ঘোষণা আসে ৭ মার্চে রেসকোর্সের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সেই ঐতিহাসিক জনসভার। যেখান থেকে বাঙালি জাতির মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তবে অবস্থা আয়ত্বে আনার জন্য ওইদিনই পাকিস্তান সরকার জারি করে সান্ধ্য আইন। কিন্তু তা উপেক্ষা করেই অব্যাহত থাকে জনতার বিক্ষোভ ও মিছিল।
সূত্রঃ বাংলা নিউজ ২৪ ডট কম
March 3, 1971 is an important chapter in the history of Bangladesh. The dream of independence began to take root in the hearts of the Bengalis due to various oppressions of the Pakistani ruling class. And so the freedom-loving Bengalis have been on the rise since March.
On March 3, Pakistani President Yahya convened a roundtable meeting with leaders of parliamentary parties in Dhaka. But Bangabandhu Sheikh Mujibur Rahman rejected that proposal with hatred. In the afternoon, a huge student rally was held at Paltan Maidan under the chairmanship of BCL president Noor Alam Siddiqui. At the meeting, General Secretary of Chhatra League Shahjahan Siraj read out the Declaration of Independence of Bangladesh in front of Bangabandhu.
And in this manifesto it is said- ‘Bangladesh is the name of an independent and sovereign state as a home for 70 million people in a geographical area of 54,506 square miles.
The following three goals need to be achieved by forming this country:
- By forming an independent and sovereign Bangladesh, it is necessary to create a strong Bengali nation in the heart of the world and make arrangements for the development of Bengali language, literature, culture.
- By forming an independent and sovereign Bangladesh, peasant labor politics has to be established by introducing socialist economy in order to eliminate inequalities in regions and individuals.
- By forming an independent and sovereign Bangladesh, unadulterated democracy with freedom of individual, speech and press must be established. In addition, the following steps have to be taken to lead the independence movement in Bengal:
- Every village, mahalla, thana, subdivision, city and district of Bangladesh has to form ‘Swadhinata Sangram Committees’.
- We need the cooperation of all classes of people and unite them.
- It is necessary to form
Mukti Bahiniin the villages and in the areas by organizing the workers and the farmers in the rural areas. - Hindu-Muslim and Bengali-non-Bengali communal attitudes should be avoided and harmony should be maintained.
- In order to carry out the freedom struggle in an orderly manner, mutual communication must be maintained and all kinds of anti-social and violent activities including looting must be stopped. Article of the declared independence movement:
- The present government should be considered as a foreign colonial exploitative government and all its declared laws should be considered illegal.
- The so-called Western non-Bengali military, which is in the interest of Pakistan, should be considered as a foreign and invading enemy army and this invading enemy army must be eliminated.
- The present foreign colonial exploitative government must stop paying all kinds of taxes.
- All kinds of armed preparations must be made to resist, resist, counter-attack and eliminate any force attacking the freedom fighters.
- We have to build all kinds of organizations with a scientific and people-oriented approach.
. Poet Rabindranath Tagore’s song ‘Amar Sonar Bangla, I Love You’ will be used as the national anthem.
. The exploitative state must build a boycott of West Pakistani goods and an all-out non-cooperation movement.
. The national flag of Bangladesh should be used by burning the colonial Pakistani flag. - Jump into the freedom struggle of Bengal by providing all kinds of help and cooperation to the heroic fighters fighting for freedom. At the same time Bangabandhu Sheikh Mujibur Rahman was declared as the Commander-in-Chief of Independent and Sovereign Bangladesh. It was mentioned in the meeting that the following slogans would be used at this stage of the movement for the formation of an independent and sovereign Bangladesh: ‘Long live an independent and sovereign Bangladesh’; ‘Swadhin Kar Swadhin Kar, Bangladesh Swadhin Kar’; ‘The great leader of independent Bengal, Bangabandhu Sheikh Mujib’; ‘Fortress averages in villages, form liberation forces’; ‘Hold the arms of brave Bengalis, make Bangladesh independent’; ‘If you want to be liberated, Bengalis be one’. As soon as the proclamation was announced, the proposal was accepted with loud applause and the slogan ‘Joy Bangla’ was chanted in the platoon and surrounding areas. The proposal was written by MA Rashid, the then office secretary of Chhatra League. The announcement was made at the same public meeting on March 3, the historic public meeting of the racecourse (now Suhrawardy Udyan) on March 7. From where the great man of Bengali nation Bangabandhu Sheikh Mujibur Rahman declared independence. However, the government of Pakistan issued the evening law on the same day to bring the situation under control. But ignoring it, the demonstrations and processions of the people continue. Source: banglanews24.com TAGS:
March 1971, History of Independence, Declaration of Independence of Bangladesh, Bangabandhu, March 3, Independence, Sheikh Mujib,
