১৯৭২ সালের ১২ ই জানুয়ারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন।বিস্তারিত জানতে ক্লিক করুন।

Spread the love

বিনম্র শ্রদ্ধা

১৯৭২ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শপথ অনুষ্ঠানে হর্ষধ্বনি, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে চিহ্নিত করাসহ বেশকিছু ব্যতিক্রম দেখা যায়। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধুর শপথ পরিচালনার সময় তাকে জাতির পিতা বলে উল্লেখ করেন।

বঙ্গবন্ধুকে শপথের জন্য আমন্ত্রণ জানানো হলে উপস্থিত সবাই হর্ষধ্বনি দিতে থাকে। পরের দিনের পত্রিকাগুলো বলছে, এ ধরনের পরিবেশ শপথ অনুষ্ঠানের চিরাচরিত যে গাম্ভীর্য তাতে ভিন্ন আবহ সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরকে আলিঙ্গন করেন।
একদিন পর, ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সরকার দেশে নতুন অর্থনীতি প্রতিষ্ঠা করতে সামগ্রিক পরিকল্পনা প্রণয়নের কাজে হাত দিয়েছে জানিয়ে প্রথম সংবাদ সম্মেলনে নিজের নীতি ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Leave a Comment

Your email address will not be published.