স্বপ্নেের পদ্মাসেতু শুভ উদ্ভোদন সম্পুর্ন।

Spread the love

আজ ২৫ শে জুন ২০২২খ্রীষ্টাব্দ রোজ শনিবার। স্বপ্নের পদ্মাসেতু স্বপ্নপূরণের দ্বার উন্মোচিত করেন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ রাজনৈতিক সংগঠনের সম্মানিত সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন তিনি তাঁর বাবার স্বপ্ন পূরণের জন্য দেশ ও দেশের জনগণের জন্য সব সময় কাজ করে যাবেন। জনগণের ভালবাসা থাকলে যে কোন অসম্ভবকে সম্ভব করা যায় তাঁর প্রমান আমাদের পদ্মাসেতু।

জীবনের বিনিময় হলে ও দেশের ও কল্যানে কাজ করে যাব যতই ষড়যন্ত্র বাঁধাবিঘ্ন আসুক সমস্ত বাঁধাবিঘ্ন অতিক্রম করে এই বাংলাদশের উন্নয়নের অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। যাহারা পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন তাদের উদ্দেশ্যে

ষড়যন্ত্রকারীদের প্রতি কোনো অভিযোগ নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা বলেছিলেন নিজেদের অর্থায়নে সম্ভব নয়, স্বপ্নমাত্র। কারও বিরুদ্ধে অভিযোগ, অনুযোগ নেই। তাঁদের চিন্তার, আত্মবিশ্বাসের দৈনত্যা আছে। আজকের পর তাঁদেরও আত্মবিশ্বাস বাড়বে যে বাংলাদেশ পারে। অর্থনীতি ধসে পরেনি, সচল আছে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মোকাবিলা করেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল। যাঁরা নানাভাবে ষড়যন্ত্র করেছেন, বাধা দিয়েছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হবে। হৃদয়ে দেশপ্রেম জাগ্রত হবে, দেশের মানুষের প্রতি তাঁরা আরও দায়িত্বশীল হবেন।’

পদ্মার মতো স্রোতস্বিনী নদীতে সেতু নির্মাণ চ্যালেঞ্জের ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্রোতস্বিনী পদ্মার গতি, পথ ধারণা করা কষ্টকর। এর বাস্তবায়ন ছিল কঠিন, চ্যালেঞ্জের। গুণগতমানে কোনো আপস করা হয়নি। সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ মান ও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। গভীরতম পাইল ব্যবহার করা হয়েছে। পদ্মা নদীকে শাসনে রাখাও চ্যালেঞ্জ। তা মোকাবিলা করেই দুই পাড়কে সুরক্ষিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু আঞ্চলিক যোগাযোগে অবদান রাখবে। এই সেতু চালু হওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার উন্নতি হবে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, সহজে যাতায়াত করতে পারবে। রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ হবে। পদ্মার ওপারের অবহেলিত মানুষ আর অবহেলিত থাকবে না। জিডিপি বাড়াবে ১ দশমিক ২৩ শতাংশ। নতুন অর্থনৈতিক অঞ্চল, হাই–টেক পার্ক গড়ে তোলা হবে।

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। আঞ্চলিক বাণিজ্যে এই সেতু বিশেষ ভূমিকা রাখবে। এই অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে।
পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক দিনে যার যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Comment

Your email address will not be published.