ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার আওতায় ময়মনসিংহের হালুয়ঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলসহ শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যান্ডমিন্টন কর্নারে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভদ্র ম্রং, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ প্রমুখ।
উপজেলা প্রশাসনের তথ্য সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দে উপজেলায় ২৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম বর্ষের ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণসহ প্রাথমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং ২টি প্রতিষ্ঠানকে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়েছে।